গড়িয়ায় প্রচারে বেরিয়ে বাধার মুখে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মঙ্গলবার পঞ্চসায়রে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগ প্রচার গাড়ি থেকে পতাকা ছিঁড়ে নেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। সিপিএমের দাবি, 'হেরে যাওয়ার ভয়ে' বাম প্রার্থীকে বাধা দিচ্ছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে সিপিএম।
মঙ্গলবার সকালে গড়িয়া এলাকায় হুডখোলা গাড়িতে প্রচারে যান সৃজন ভট্টাচার্য। সঙ্গে বাইকে ছিলেন বাম কর্মী-সমর্থকরা। অভিযোগ, পঞ্চসায়র থানা এলাকায় পৌঁছতেই সিপিএম প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনা প্রসঙ্গে সৃজন বলেন, ‘‘হেরে যেতে পারে, এই ভয় থেকেই তৃণমূল আমাদের বাধা দিতে শুরু করেছে। তবে এ ভাবে আমাদের আটকানো যাবে না। জয় আমাদেরই হবে।’’ সোমবার রাতে দলের পতাকা ও বামপ্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে নাকতলা এলাকার বাম নেতৃত্ব। এই ঘটনারও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।