মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোটের গণনা। আড়াই মাসের নির্বাচন পর্বের শেষ ধাপ। গণনাপর্বেও কারচুপির আশঙ্কা। ভুয়ো কাউন্টিং অফিসিয়ালরা থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সোমবার সকালে নির্বাচন কমিশনে প্রার্থীদের নিয়ে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তার আগে আলিমুদ্দিনে প্রার্থীদের নিয়ে বৈঠক হয়। এরপরই সংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম জানিয়েছেন, গণনা কেন্দ্রে বামেদের এজেন্টকে ঢুকতে না হলে বা ভয় দেখালে, চরম প্রতিরোধ হবে।
যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যও সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, "৭৭ দিনের লড়াই। এবার ফলের প্রত্যাশায়। কাউন্টিং এজেন্টরা প্রস্তুত হোন। কোনও প্ররোচনায় পা দেবে না। মাথা ঠান্ডা করে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ুন। আমরা আছি। আমরা থাকব। অপেক্ষা করছে খুশির সকাল।"