দক্ষিণ কলকাতায় সিপিএম এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগ। তিনি কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়েরা শাহ হালিমের এজেন্ট। তাঁর গাড়িও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রার্থীর এজেন্টের। দক্ষিণ কলকাতার সোনালি পার্ক এলাকার ঘটনা।
রাজ্যে শেষ দফার ভোটে একাধিক বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তুলল সিপিএম। সকাল থেকে যাদবপুরের বেশ কিছু বুথ ঘুরে এই অভিযোগ সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। ডায়মন্ড হারবারে একই অভিযোগ তুলেছেন আর এক সিপিএম প্রার্থী প্রতীক-উর-রহমানও। প্রতি ক্ষেত্রেই অবশ্য অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল।
শুধু লোকসভা ভোট নয়, বরাহনগর উপ-নির্বাচনে সকালের দিকে এই অভিযোগ তুলেছেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এলাকায় বেশ কয়েকটি বুথে সকালে সিপিএমের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বর্ষীয়ান এই সিপিএম নেতা।
এর পাশাপাশি বারাসতে বুথ থেকে তৃণমূলের এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। যার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস।