ভোট শুরুর আগেই উত্তেজনা। অভিযোগ সিপিএম কর্মীকে মারধরের। অভিযোগ দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দমদম এলাকায়। শুক্রবার রাতের এই ঘটনায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বাংলার শাসক দল। রাতেই এলাকায় যান ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।
আক্রান্তদের সঙ্গে কথা বলে সিপিএম প্রার্থীর অভিযোগ এই ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়েছিল তারা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
শুক্রবার যাদবপুরেও তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। গাঙ্গুলিবাগানের ঘটনায় আক্রান্ত হয়েছিলেন চার সিপিএম কর্মী। ঘটনাস্থলে গিয়েছিলেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।