Loksabha Election 2024 : লোকসভায় ৫০ আসনে লড়বে সিপিএম, গত পঞ্চাশ বছরে সবথেকে কম !

Updated : Apr 05, 2024 11:41
|
Editorji News Desk

২০২৪ সালের লোকসভা ভোটে মোট ৫০ আসনে লড়ছে সিপিএম । ভোটের ইস্তাহার প্রকাশ করে জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । তবে জানা গিয়েছে, গত ৫ দশক বা ৫০ বছরে এবার সবথেকে কম আসনে লড়ছেন সীতেরাম ইয়েচুরিরা । 

কেন কম আসনে লড়ছে সিপিএম ?

উল্লেখ্য,  ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে সিপিএম ৫৩টি আসনে লড়েছিল । তারপর এই প্রথম এত কম আসনে লড়াই করবে । জানা গিয়েছে, ২০১৪ সালে সিপিএম লড়াই করেছিল ৯৩টি আসনে । ২০১৯ সালে ছিল ৬৯ আসন । এবার তা কমে দাঁড়িয়েছে ৫০-এ । সিপিএম সূত্রে খবর, বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, সেকারণেই এবার বহু আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।

CPIM-এর তরফে প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে,আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি এবং তাদের যে সহযোগী দলগুলি রয়েছে তাদের পরাজিত করতে হবে। কেন্দ্রে বিকল্প নিরপেক্ষ সরকার তুলে আনারও আহ্বান করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, ক্ষমতায় এলে ১০০ দিনের কাজের বরাদ্দ বাড়ানো হবে। CAA নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে বিলটি বাতিলের কথাও জানানো হয়।

CPM

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM