ভোট চলাকালীন গরম অসুস্থ হয়ে মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। জানা গিয়েছে, ওই জওয়ানের নাম মহেন্দ্র সিং। তাঁর বাড়ি উত্তরাখণ্ডে। বীরভূমের মুরারইয়ের একটি বুথের ঘটনা। CRPF-এর SI পদে কর্মরত কাজ করতেন। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ওই জওয়ানের। এরপর ওই তাঁর মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।
সোমবার চতুর্থ দফায় লোকসভা নির্বাচন। রাজ্যে ৮ কেন্দ্রে ভোটগ্রহণ। এখনও পর্যন্ত কার্যত শান্তিপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ পর্ব। প্রথম দফা ভোটের আগেই অসুস্থ হয়ে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয়। বাথরুমে অচৈতন্য় হয়ে পড়েছিল ওই জওয়ান। কিউআরটি টিমে থাকার কথা ছিল তাঁর প্রথম দফার পর এবার চতুর্থ দফাতেও মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের।