Loksabha Election 2024 : 'ভদ্রতা আমার দুর্বলতা নয়', শুভেন্দুর পোস্টের পাল্টা জবাব দেবের

Updated : May 23, 2024 18:50
|
Editorji News Desk

ষষ্ঠ দফার হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল । ওই কেন্দ্র থেকে হেভিওয়েট প্রার্থী দেব ও হিরণ । দু’জনেই অভিনেতা । টলিউডে তাঁরা সতীর্থ । কিন্তু, রাজনৈতিক ময়দানে একে অপরের প্রতিদ্বন্দী । তৃণমূলের টিকিটে তৃতীয়বার সাংসদ হওয়ার লড়াইয়ে দীপক অধিকারী । তবে, লোকসভা ভোটের ময়দানে প্রথমবার হিরণ । যদিও, ভোটে লড়াইয়ের অভিজ্ঞতা তাঁর আগেও হয়েছে । ২০২১-এর বিধানসভা ভোটে জিতে খড়গপুরের বিধায়ক হয়েছেন তিনি । এবার লোকসভাতেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা রেখেছে হিরণের উপর । শুধু তাই নয়, ঘাটাল থেকে দেবের বিপরীতে তাঁকে টিকিট দিয়ে চমক দিয়েছে বিজেপি । 

লোকসভার প্রার্থী হওয়ার পর থেকেই দেবকে আক্রমণ শানিয়ে চলেছেন হিরণ চট্টোপাধ্যায় । প্রচারের ময়দানে নেমে দেবকে কখনও গরু চোর বলে আক্রমণ করেছেন, কখনও কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন । দেব কখনও সংবিধান পড়েছেন কি না, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি । হিরণকে একচুল জমি ছাড়তে নারাজ দেবও । বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন, তবে তার মধ্যেও বজায় রেখেছেন সৌজন্যতা । তবে, ষষ্ঠ দফা ভোটের দু'দিন আগে গরু চুরির টাকা নিয়ে তরজায় নামল দেব ও হিরণ । তরজার আগুনে আরও ঘি ঢালার কাজ করলেন শুভেন্দু অধিকারী । 

দিন কয়েক আগে শুভেন্দু দাবি করেন, ২৩ মে ঘাটালের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বোমা ফাটাবেন শুভেন্দু । কথামতোই নির্দিষ্ট দিনে অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ, ২০১৬ সালে এনামুল হকের ভাইয়ের থেকে দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। এনামুলের ডায়েরির পাতার ছবি তুলে পোস্ট করে দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ করেন । সমস্ত নথির ছবি শুভেন্দু পোস্ট করে লেখেন 'দেবের কীর্তি' । 


এবিপি আনন্দকে এই বিষয়ে শুভেন্দু বলেন, 'দেবকে স্বীকার করতে হবে, সিনেমা করতে গরুপাচারের টাকা নিয়েছিলেন। ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব। মহুয়া মৈত্র যা করেছিলেন দেবও তাই করেছেন ।'হিরণের দাবি, দেবের মুখ ও মুখোশ যে আলাদা, সেটা এবার শুভেন্দু অধিকারীর পোস্ট দেখেই মানুষ বুঝতে পারবে ।    

শুভেন্দুর পোস্টের পর পাল্টা একটি পোস্টার শেয়ার করে আক্রমণ করেছেন দেবও । তার উপরে লেখা, 'পিন্টু মন্ডল নিবেদিত গীত-সঙ্গীত পরিবার'। তাতে বলিউডের অভিনেতা গোবিন্দ, বাংলাদেশের ফিরদৌস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অনেকের সঙ্গে হিরণেরও ছবি রয়েছে। সেটি পোস্ট করে বিরোধী দলনেতাকে নিশানা করে দেব লেখেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন । সেইসঙ্গে হিরণকে তাঁর কোলের ছেলে বলে কটাক্ষ করেন দেব । গত দুবারের সাংসদের অভিযোগ, পিন্টু মণ্ডলের থেকে টাকা হিরণও নিয়েছে । তাঁর আরও দাবি, পিন্টু মণ্ডলকে অনেক আগের থেকেই চিনতেন হিরণ । অভিনয়ও করেছেন । 

দেব লেখেন, "ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছ, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালবাসো। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সে-ও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছে, তা হলে উনিও...।" 

এরপরই দেব পৃথক আরও একটি পোস্টে প্রশ্ন তোলেন, তা হলে কি হিরণও গরু চোর ? শুভেচ্ছা দুজনকেই। সেইসঙ্গে দেবের হুঁশিয়ারি, তাঁর ভদ্রতা তাঁর দুর্বলতা নয়।" দেবের আরও প্রশ্ন, যে নথি ইডি, সিবিআইয়ের কাছে থাকার কথা, তা শুভেন্দুর হাতে গেল কী করে?

আরও একটি পোস্ট করলেন দেব, সেখানে দেখালেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি । ক্যাপশনে লিখলেন, 'সিনেমা জন্য লগ্নি করেছিলেন সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল ।'

গত কয়েকদিন ধরে একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি । অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হিরণ । যা নিয়ে বিতর্কের শুরু । অডিওতে দেখা যায়, সেখানে এক মহিলার সঙ্গে কথা বলছেন দেব । মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল… রাম আমার কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছিল… এখন না চাকরি দিচ্ছে, না টাকাটা ফেরত দিচ্ছে।’ বিজেপি প্রার্থী দাবি করেন, দেবের এক সহযোগী চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন । এনিয়ে প্রাথমিকভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন দেব । সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছিলেন কোনও মহিলার সঙ্গে তাঁর কথা হয়নি । হিরণের আরও দাবি মহিলার কণ্ঠস্বর এডিট করা হয়েছে । অডিও ক্লিপ ইস্যুতে হিরণের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন দেব ।  যদিও ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা । এবার ভোটের ৪৮ ঘণ্টা আগও আবারও নতুন করে তরজা শুরু তৃণমূল ও বিজেপির মধ্যে ।

Suvendu Adhikari

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM