রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছিল।এই ঘটনায় বিজেপির কাছে ক্ষমা চেয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু তারপরেও দিলীপ ঘোষের মেজাজে সেই পুরনো ঝাঁঝই। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফের ঝাঁঝালো মন্তব্য দিলীপের মুখে।
তাঁকে বলতে শোনা যায়, উনি মাথার স্টিকার কবে খুলবেন? ভোটের আগে না পরে? উল্লেখ্য , সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসকদের পরামর্শে, বাড়িতেই বিশ্রামে ছিলেন তৃণমূল নেত্রী।