১৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল লোকসভা নির্বাচন। সাত দফায় ৫৪৩টি আসনের ফলাফল এখন ইভিএমে বন্দী। আগামী ৪ জুন ফলপ্রকাশ। এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বিজেপির ফলাফল নিয়ে প্রত্যয়ী বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, "এক্সিট পোল অনেক হয়েছে। এ নিয়ে কোনও সন্দেহ ছিল না, প্রধানমন্ত্রী হবেন মোদী। কিন্তু কত সিট হবে, তা নিয়ে বিতর্ক ছিল। এখন ৪ তারিখ পর্যন্ত এসব চলবে। ৩৭০ হবে কিনা, ৪০০ পার করবে কিনা, এই নিয়ে প্রশ্ন। যে ভাবে মানুষ ভোট দিয়েছে সারা দেশে এই টার্গেটও পুরো হয়ে যাবে।"