লোকসভা ভোটের মুখে একের পর এক মন্তব্য করে বিতর্কে দিলীপ ঘোষ । এমনকী, বিজেপি নেতাকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন । কিন্তু, তারপরেও স্ব মেজাজেই রয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী । জলপাইগুড়িতে ঝড় নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ । বিজেপি নেতার মন্তব্য,ঝড় হলে তৃণমূলেরই ভাল । তৃণমূল নেতাদের পকেটে টাকা ঢোকে ।
মঙ্গলবার সকালে বর্ধমানের টাউন স্কুল মাঠে প্রার্তভ্রমণে যান দিলীপ। সেখানে চা-চক্রে যোগ দিয়ে দিলীপ বলেন,'ঝড় হলেই টিএমসির পোয়া বারো । যা আসবে, সব ঝেড়ে ফাঁক করে দেবে । বন্য়া হোক, ঝড় হোক, ভূমিকম্প হোক ওরা চায়, তাহলে কামাই হবে ।' তিনি আরও বলেন, 'সরকারে যাঁরা আছেন, দায়িত্ব তাঁদের। ওখানকার মানুষের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনা। আর আমরা তো বিরোধী দল। আমরা লোকের সঙ্গে আছি।'
উল্লেখ্য, সোমবারই জলপাইগুড়িতে বিপর্যয় নিয়ে দিলীপ বলেছিলেন, "উত্তরবঙ্গে ঝড় হয়েছে, বিজেপির ঝড়। ওখানেই তো প্রথম দফায় ভোট।" তাঁর এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে । কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মন্তব্য করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ ।