Loksabha Election 2024 : পয়লা বৈশাখের আগেই রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী

Updated : Apr 03, 2024 07:31
|
Editorji News Desk

আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী । ১৯ এপ্রিল প্রথম দফার ভোট । উত্তরের তিন জেলা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রয়েছে নির্বাচন । প্রতি বুথে যাতে জওয়ানদের মোতায়েন করা যায়, সেকথা ভেবেই রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন ।

কত কোম্পানি বাহিনী আসছে ? 

জানা গিয়েছে, পয়লা বৈশাখের আগেই রাজ্যে ঢুকছে আরও কেন্দ্রীয় বাহিনী । তবে, কত কোম্পানি বাহিনী রাজ্যে পাঠানো হচ্ছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি । উল্লেখ্য, রাজ্যজুড়ে এই মুহূর্তে ১৭৭ কোম্পানি বাহিনী রয়েছে । কিন্তু, প্রথম দফা নির্বাচনে তিন লোকসভা কেন্দ্রের জন্য তা পর্যাপ্ত নয় । ঘাটতি মেটাতে এখন অন্তত আরও ২০০ কোম্পানি বাহিনী প্রয়োজন ।

জানা গিয়েছে, তিন জেলায় লোকসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ৫ হাজার ৪০০ । কিন্তু প্রতি বুথে পর্যাপ্ত বাহিনী আদৌ মোতায়েন করা যাবে কি না তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল । এই আবহেই আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন । সাধারণ নিয়ম অনুযায়ী, একটি লোকসভা আসনে ১১২ থেকে ১২৬ কোম্পানি বাহিনী প্রযোজন। সেক্ষেত্রে তিন লোকসভা আসনের জন্য প্রয়োজন মোট ৩৩৬ থেকে ৩৭৮ কোম্পানি বাহিনী । কেন্দ্রীয় বাহিনী পাঠালেও, প্রতি বুথে কি বাহিনী মোতায়েন সম্ভব হবে? এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে ।

EC

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM