প্রয়োজনে তিনি ব্যাড বয় হতে পারেন। এডিটরজি বাংলার ভোট-আড্ডায় নিউজ এডিটর দেবযানী চৌবেকে পরিস্কার জানালেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। রাজনৈতিক মহলের দাবি, এবার যাদবপুরে কড়া টক্কর হতে পারে। ভোট আড্ডায় সৃজনের অভিযোগ, এই কেন্দ্রে বামেদের হারাতে উঠে পড়েছে লেগেছে তৃণমূল। আর তা প্রতিরোধ করতে তিনি গুড বয় ইমেজ থেকে বেরিয়ে আসতে পারেন।
সময়টা ছিল ২০০৪। শেষবার যাদবপুর থেকে লোকসভার সাংসদ হয়েছিলেন বামেদের মুখ সুজন চক্রবর্তী। এরপর গত দু দশকে সাংসদ বদলে এই কেন্দ্র নিজেদের দখলে রেখেছে বাংলার শাসক তৃণমূল কংগ্রেস। ফলে, এই পরিস্থিতি থেকে দক্ষিণ ২৪ পরগনার এই কেন্দ্র থেকে লড়াই করতে হবে ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন রাজ্য সম্পাদককে।
এই ভোটে তাঁর হাতিয়ার রোটি-কাপড়া আর মকান। বামেদের দীর্ঘ দিনের এই ইস্যুকেই এবার যাদবপুরে নতুন মোড়কে পেশ করতে চান সৃজন। বদলাতে চান এই কেন্দ্রের রাজনৈতিক ভাগ্য। রাজনৈতিক মহলের মতে, কঠিন তবে অসম্ভব নয়। কঠিন এই কারণে, সৃজনের প্রতিপক্ষ তৃণমূলের সংগঠক সায়নী ঘোষ। আর অসম্ভব নয়, তার কারণ, এবার যাদবপুরে অনেক বেশি আগ্রাসী বামেরা। যা পাঁচ বছর আগে দেখা যায়নি।