নিজের কোনও বাড়ি নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ নিজস্ব গাড়িও নেই তাঁর। তবে তাঁকে ঠিক 'ফকির' বলা যাবে না একেবারেই৷ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার কিছু বেশি৷
এবারও বারানসী কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন মোদী। হলফনামা অনুযায়ী তাঁর হাতে নগদ রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। গুজরাটের গান্ধীনগর এবং বারাণসীতে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাঁর। সেই দুটিতে জমা রয়েছে ৮০ হাজার ৩০৪ টাকা। মোট ২.৮৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে স্টেট ব্যাঙ্কে।
প্রধানমন্ত্রীর অস্থাবর সম্পত্তির মধ্যে ৯.১২ লাখ টাকার একটি বিনিয়োগ রয়েছে। ৪ টি সোনার আংটি রয়েছে তাঁর, যার বাজার মূল্য ২.৬৮ লাখ টাকা।
১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন প্রধানমন্ত্রী। ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে স্নাতকোত্তর পাশ করেন তিনি।