নতুন ভূমিকায় আয়ুষ্মান খুরানা । অভিনেতা, গায়ক...একাধিক ভূমিকায় আগেই মন জয় করেছেন বলিউডের 'ভিকি ডোনর' । তবে, এবার ভোটের ময়দানে নামতে চলেছেন আয়ুষ্মান । হ্যাঁ ঠিকই শুনেছেন । তবে, কোনও রাজনৈতিক দলে কিন্তু যোগ দেননি । তবুও ভোট প্রচার করবেন । নির্বাচন কমিশনের তরফে বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে ।
জানা গিয়েছে, নির্বাচন কমিশনের তরফে 'ইয়ুথ আইকন' হিসেবে নিয়োগ করা হয়েছে আয়ুষ্মানকে । কমিশনের তরফে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে । যেখানে আয়ুষ্মান খুরানাকে দেখা যাচ্ছে । ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি সুন্দর বার্তা দিয়েছেন আয়ুষ্মান খুরানা । এবং কেন ভোট দেওয়া উচিত তাঁর কারণও উল্লেখ করছেন । মূলত, যুব প্রজন্মকে বুথমুখী করতেই আয়ুষ্মানকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ।
আয়ুষ্মান বলেন, 'ভোটদান হল গণতান্ত্রিক দেশে ক্ষমতায়নের প্রতীক । এই প্রক্রিয়ায় সকলের অংশ নেওয়া উচিৎ ও ভোটদান করা উচিৎ ।' উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় অভিনেতা একজন ইউথ আইকন । সিনেমার মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন । এবার ভোটপ্রচারে আয়ুষ্মানের জনপ্রিয়তাকে কাজে লাগাল নির্বাচন কমিশন