বিরোধীরা যতই অভিযোগ করুক, বাংলার ভোট শান্তিপূর্ণ। গোটা ভোটপর্ব নিয়ে খুশি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তবে ভোট পরবর্তী হিংসা নিয়ে চিন্তা থাকছেই। রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামলে নেবে বলেই আশাবাদী কমিশন। ফলপ্রকাশের ১৫ দিন পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী।
ভোট মেটার পর থেকেই এখনও উত্তপ্ত সন্দেশখালি, ভাঙড়ের মতো এলাকা। রবিবার রাতে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরআইটে নতুন করে অশান্তি হয়েছে। কুলতুলিতেও অশান্তির খবর এসেছে। নিউটাউনে দলীয় কার্যালয়ের সামনেই আক্রান্ত হন এক তৃণমূল কর্মী।
তবে সোমবার সাংবাদিক বৈঠকে কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, "আমরা আশাবাদী ও আত্মবিশ্বাসী, যে হিংসা হবে না। আমরা নিশ্চিত, যে রাজ্য সরকার ও সিআরপিএফ ভোট পরবর্তী হিংসা হতে দেবে না।"