সপ্তম দফার ভোটের আগে ফের রাজ্যের পুলিশ কর্তাদের রদবদল। মঙ্গলবার তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলবথ, বসিরহাটের মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম, রহড়া থানার আইসি দেবাশিস সরকারকে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন।
এই আধিকারিকদের বদলি হিসেবে রাজ্যের কাছে বিকল্প নাম চেয়েছে কমিশন। বুধবারের মধ্যে ওই নাম কমিশনকে জানাতে হবে। প্রত্যেক দফা ভোটের আগেই একাধিক পুলিশ আধিকারিককে রদবদল করে কমিশন। সপ্তম দফার নির্বাচনে অন্যতম স্পর্শকাতর কেন্দ্র বসিরহাট। সুন্দরবন ও মিনাখাঁর পুলিশ আধিকারিককে সরাল কমিশন।