প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্য সমাবেশে 'কুকথা' বলার অভিযোগ ওঠে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে। কমিশনে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগের ভিত্তিতেই শো-কজ করে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।
গত ১৭ মে অভিজিৎকে নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। জানানো হয়, বিজেপি প্রার্থী জবাব না দিলে এক তরফা পদক্ষেপ করা হবে। সোমবার কমিশনকে জবাব দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জবাব পছন্দ হয়নি কমিশনের। পাশাপাশি কমিশন জানিয়েছে, ভারতীয় সমাজে ও সংবিধানে মহিলাদের বিশেষ স্থান আছে। এই আবহেই তাঁদের মনে হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে, একজন মহিলার মর্যাদার হানি হয়েছে।