সামগ্রিক ভোটের হারের তথ্য দিতে কেন এত দেরি করেছিল নির্বাচন কমিশন। ফলঘোষণার আগের দিন সাংবাদিক বৈঠক করে জানালেন, সাত দফার তথ্য কেন এখনও দেওয়া হয়নি, এই প্রশ্নের উত্তর দেওয়া এখনই সম্ভব হচ্ছে না। তবে প্রতি দফাতেই ভোট হওয়ার চতুর্থ দিনে তথ্য দেওয়া হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠকে বলেন, "আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, আমরা ভোটের হারের তথ্য দিতে দেরি হয়েছে। ভোটের প্রথম দিন ভোটিং মেশিন সংরক্ষিত করা হয়। পরের দিন ভোটদানের হার খতিয়ে দেখা হয়। এরপর পুনর্নির্বাচন হবে কিনা, তা খতিয়ে দেখা হয়। চতুর্থ দিন তথ্য প্রকাশিত হয়। অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। প্রতি দফাতেই ভোট হওয়ার চতুর্থ দিন তথ্য দেওয়া হয়েছে।"