ইভিএম বাজছে পুকুরে। না এই ছবি পঞ্চায়েত ভোটের নয়। এই ছবি রাজ্যের শেষ দফার লোকসভা ভোটের। ঘটনাস্থল জয়নগরের কুলতলি। অভিযোগ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে। অভিযোগ তুলেছে বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ গ্রামের মধ্যে তাদের এজেন্টকে বসাতে বাধা দেওয়া হয়। তার প্রতিবাদে বুথে ঢুকে পুকুরে ইভিএম ছুড়ে ফেলেন মহিলারা। ফলে বেশ খানিকক্ষণ আটকে থাকে ভোট নেওয়া।
এজেন্ট বসানো নিয়ে অভিযোগ তুলেছেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। উত্তর দমদম এলাকায় তাঁর এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। শীলভদ্রের অভিযোগ, তাঁর এজেন্টকে মারধর করা হয়। বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
এদিকে উত্তর কলকাতার কাশীপুর এবং বেলেঘাটায় কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। বেলেঘাটায় তৃণমূলের মহিলা কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন প্রার্থী।