সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হলেও, বেলা গড়াতেই কার্যত রণক্ষেত্র হাওড়া। বিজেপি এবং তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তপ্ত উনসানি ষষ্ঠীতলা এলাকা।
ওই এলাকায় বিজেপির একটি অস্থায়ী ক্যাম্প ছিল। অভিযোগ, ওই ক্যাম্পে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তাঁর সামনেই ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা।
আরও পড়ুন - মিতালী বাগকে ঘিরে 'জয় শ্রীরাম' ধ্বনি, পালটা 'জয় বাংলা' স্লোগানে উত্তপ্ত গোঘাট
ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা পরিস্থিতি। মাথা ফেটে যায় দুপক্ষেরই বেশ কয়েকজনের। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাফ পৌঁছয় এলাকায়।