শনিবার সপ্তম দফার নির্বাচনের দিন বৈঠক ছিল INDIA জোটের দলগুলির। শনিবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাড়িতে বিজেপি বিরোধী দলগুলি বৈঠকে বসে। সেই বৈঠকে বুথফেরত সমীক্ষা নিয়ে সিদ্ধান্ত বদল কংগ্রেসের। শনিবার লোকসভার শেষ দফার ভোটের পর INDIA জোটের দলগুলি বিভিন্ন টেলিভিশনে অংশ নেবেন। বৈঠকের পর মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, INDIA জোট কমপক্ষে ২৯৫টি আসন জিতবে। এর চেয়ে কম হবে না, বরং বেশিই হবেষ
খাড়গের বাড়িতে শনিবারের বৈঠকে ছিলেন কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। ছিলেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আরজেডির তেজস্বী যাদব। ওই বৈঠকে ছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সম্পাদক ডি রাজা, জেএমএম নেত্রী কল্পনা সোরেন। ডিএমকের পক্ষ থেকে ছিলেন টিআর বালু। তৃণমূলের কোনও প্রতিনিধি এই বৈঠকে যাননি।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলগুলির কাছে কী তথ্য রয়েছে, তা নিয়ে শনিবারের বৈঠকে আলোচনা হয়। ৪ জুন ভোটগণনার দিনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। ভোটগণনা নিয়ে কারচুপির আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি করে রবিবার নির্বাচন কমিশনেও যাবেন বিরোধী দলগুলি। এমনই ঠিক হয়েছে INDIA জোটের বৈঠকে।