বুধবার নয়াদিল্লিতে বৈঠকে বসছে INDIA জোট। NDA জোটকে জোর টক্কর দিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসরা। বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। তাই বিরোধী জোটের কি সরকার গঠনের কি কোনও সম্ভাবনা আছে! দিল্লির মসনদ তাই এখনও কোনও পক্ষের নয়। সমীকরণ কী হবে, তা নিয়েই বুধবার রুদ্ধদ্বার বৈঠক করবে NDA ও INDIA জোট।
জানা গিয়েছে, INDIA জোটের নেতারা নাকি ইতিমধ্যেই NDA শরিক চন্দ্রবাবু নাইডু, একনাথ শিল্ডের শিবসেনা শিবিরের সঙ্গে যোগাযোগ করেছেন। মল্লিকার্জুন খাড়গে ফোন করেছেন চিরাগ পাসোয়ান, নীতিশ কুমার, নবীন পট্টনায়েককেও। জল্পনা, নীতিশ কুমারকে ডেপুটি প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবও দিয়েছে INDIA জোট। তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এই বৈঠকের দিকেই নজর থাকবে দেশের রাজনৈতিক মহলের।
এদিকে বুধবার ঘর গোছাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার বাসভবনে বিশেষ বৈঠক ডেকেছে NDA জোটের নেতারা। বিজেপি মঙ্গলবার রাত পর্যন্ত ২৫০-এর গণ্ডি পার করতে পারেনি। তার ফলে NDA জোট গঠন করতে গেলে TDP-এর ১৬টি আসন, জনতা দল ইউনাইটেডের ১৩টি আসন প্রয়োজন। তাই এই দুই শরিকদলকে কোনও ভাবেই হাতছাড়া করতে চায় না বিজেপি।