২৫ বছরের অধীর গড়ে ছক্কা হাঁকিয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। আর ভাইয়ের জিতে যাওয়ার খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভারতের বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন সদস্য ইউসুফের ভাই ইরফান পাঠান। ভোটের ফল সামনে আসতেই টুইট করেছেন ইরফান।
কী লিখেছেন তিনি?
ফল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি দিয়ে ইরফান পাঠান একটি আবেগঘন পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'ভাই, তোমার মহৎ উদ্দেশের প্রতি শ্রদ্ধা। তুমি পোড়খাওয়া রাজনীতিবিদ (অধীর চৌধুরী)-কে হারিয়ে নজির তৈরি করেছ। সাধারণ মানুষ তোমার প্রতি আস্থা দেখিয়েছেন। তোমার সততা আর উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের জীবন আরও উন্নত হবে। মেরা ভাই জিত গয়া।'