লোকসভা নির্বাচনে ISF এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে মহম্মদ সেলিম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছিলেন ‘সেলাইয়ের কাজ চলছে’ । কংগ্রেসের সঙ্গে কিছু আসন নিয়ে ইতিমধ্যেই বোঝাপড়া সেরে নিয়েছে বামেরা। কিন্তু ISF-এর ক্ষেত্রে চিড়ে যেন কিছুতেই ভিজছে না। ISF বিধায়ক তথা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকের দাবি, শ্রীরামপুর থেকে প্রার্থী দীপ্সিতা ধরের নাম প্রত্যাহার করলে মুর্শিদাবাদে সেলিমের বিরুদ্ধে প্রার্থী তুলে নেবে ISF ।
মুর্শিদাবাদে বামেদের হেভিওয়েট প্র্রার্থী মহম্মদ সেলিমের বিরুদ্ধে ISF এর প্রার্থী হাবিব শেখ। এই প্রসঙ্গে নওশাদের স্পষ্ট দাবি, শ্রীরামপুরের প্রার্থী তুলে নিলে মুর্শিদাবাদটা বিবেচনা করে দেখা যেতে পারে। তাঁদের এটিই প্রথম ইলেকশন, সঙ্গে ছোট দল। সমস্ত চাপ তাঁদের পক্ষে নেওয়া সম্ভব নয়। নওশাদের আরও দাবি, মুর্শিদাবাদের তাঁরা আগে প্রার্থী ঘোষণা করেছিল তারপরেও বামেরা সেলিমকে প্রার্থী করেছে।
Mamata on Election Campaign: 'নরেন্দ্র মোদীর কাছে কী কী প্রশ্ন করতে হবে?', কোচবিহারের সভায় জানালেন মমতা
অন্যদিকে মহম্মদ সেলিম এই প্রসঙ্গে জানান, এই দরকষাকষির রাজনীতি সঠিক নয়। তাঁরা এখনও অনেক কেন্দ্র ছেড়ে রেখেছেন, কংগ্রেস ISF এর জন্য। সমঝোতার বৈঠক চলাকালীনই ISF ৮ কেন্দ্রে প্রার্থীর তালিকা ঘোষণা করেছিল, যার মধ্যে বাম কংগ্রেসেরও বেশ কয়েকটি আসন ছিল। এমতাবস্থায়, এখনও ISF এর সঙ্গে সমঝোতা নিয়ে ধোঁয়াশায় বাম-কংগ্রেস।