Loksabha Election 2024 : বাস্তবের 'প্যাডওম্যান', ঝাড়গ্রামে লাল ফেরাতে পারবেন CPIM প্রার্থী সোনামণি টুডু?

Updated : Apr 03, 2024 12:24
|
Editorji News Desk

ঋতুস্রাব নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে 'প্যাডম্যান'-কে এনেছিলেন অক্ষয় কুমার । কিন্তু, জানেন কি, তারও আগে এ বাংলার বুকে জন্ম 'প্যাড উওম্যান'-এর ! বড়পর্দার অক্ষয় কুমার, বাস্তবের যেন সোনামণি টুডু । সিনেমায় যা করেছেন খিলাড়ি, তারও অনেক আগে বাস্তবে গ্রামে গ্রামে ঘুরে সেটা করে দেখিয়েছেন ঝাড়খণ্ডের 'অগ্নি কন্যা' । ঋতুস্রাব নিয়ে মেয়েদের সচেতন করেছেন । স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার শিখিয়েছেন । এবার সেই সোনামণি লোকসভা ভোটের প্রার্থী । ঝাড়গ্রাম থেকে সিপিএমের টিকিটে লড়বেন । বলা চলে, বামেদের প্রার্থী তালিকায় অন্যতম নতুন মুখ সোনামণি । বর্তমানে আসনপানি পঞ্চায়েত সদস্য । এবার পঞ্চায়েত থেকে সোজা লোকসভার ময়দানে সোনামণি ।

সোনামণি আসলে ঝাড়খণ্ডের মেয়ে । কিন্তু, বিয়ে হয়েছে বাংলায় । জানা গিয়েছে, ঝাড়ঘণ্ডের পূর্ব সিংভূম জেলার কোডিয়া গ্রামে জন্ম সোনামণির। প্রাথমিক পড়াশোনা ঝাড়খণ্ডেই । ঘাটশিলা কলেজ থেকে সাইকোলজি নিয়ে অনার্স, তারপর জামশেদপুরে স্নাকত্তোতর । তারপর পূর্ব সিংভূম জেলায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলেছেন । দীর্ঘ সাত-আট বছর মহিলা ও শিশু সচেতনতার কাজ করেছেন সোনামণি ।

২০১৬ সালে ঝাড়খণ্ডের কন্যা থেকে বাংলার বধূ হন সোনামণি । বান্দোয়ানের বাসিন্দা মণীশ টুডুর সঙ্গে বিয়ে হয় সোনামণির । আসনপানি পঞ্চায়েতে কাজ করেন স্বামী । ওই পঞ্চায়েতের সদস্যা সোনামণি । তবে এবার তিনি লোকসভা প্রার্থী । কাঁধে তাঁর বড় দায়িত্ব । ঝাড়়গ্রামের রং একসময় লালই ছিল । কিন্তু এখন গেরুয়া । ঝাড়গ্রামে লাল ঝড় ফিরিয়ে আনতে জোরকদমে প্রচারে নেমেছেন সোনামণি । তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, প্রার্থী ঘোষণার এক ঘণ্টা আগে দলের তরফে তাঁকে জানানো হয়, এবার তাঁকে লোকসভায় লড়তে হবে । 

তবে, রাজনীতির পাশাপাশি সোনামণি কিন্তু একজন ব্যবসায়ীও । হোম স্টে রয়েছে তাঁর । নিজের আয়েই দু'টি ঘর বানিয়ে পুরুলিয়ায় হোম স্টে তৈরি করেন । উইকেন্ডে জমজমাট থাকে তাঁর হোম স্টে । তবে , এখন সব কিছু ছেড়ে প্রচারেই মন দিয়েছেন বাম প্রার্থী । ঝাড়খণ্ডে ফের লাল ঝড় তোলাই লক্ষ্য বাংলার 'প্যাড উওম্যান'-এর ।

Jhargram

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM