সোমবার রাজ্যে পঞ্চম দফার ভোট। তার আগে দিল্লি থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সংবাদসংস্থা ANI-কে সাক্ষাৎকার দিতে বসে নাড্ডার অভিযোগ, একজন অসৎ রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে এই আক্রমণ করেছেন তিনি। একইসঙ্গে নাড্ডার অভিযোগ, ভোটের লোভে দেশকে ভাগ করে দিতে পারেন তৃণমূল নেত্রী।
রাজনৈতিক মহলে দাবি, সম্প্রতি রাজ্যে প্রচারে এসে সন্দেশখালিকেই হাতিয়ার করেছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শনিবার সম্প্রচারিত সাক্ষাৎকারে বাংলার কথা প্রসঙ্গে তিনি তুলে ধরলেন সন্দেশখালিকেই। দাবি করলে, এই ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রী গোড়া থেকে ইতিবাচক ভূমিকা নিলে মহিলাদের অপমানিত হতে হত না।
ওই সাক্ষাৎকারে নাড্ডার অভিযোগ, সব কিছু জেনেও সন্দেশখালি ইস্যুতে চুপ করে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের পাশে না দাঁড়িয়ে আড়াল করেছিলেন শাহজাহানের মতো দুষ্কৃতীদের। আর এতেই প্রমাণিত হয়, রাজনীতিক দৃষ্টিভঙ্গিতে একজন অসৎ রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই সাক্ষাৎকারে মমতার বিরুদ্ধে ভোট ভাগের অভিযোগও করেছেন বিজেপি সভাপতি। সিএএ নিয়ে বাংলার মানুষকে ক্রমাগত ভুল বোঝাচ্ছেন মমতা। এই অভিযোগ তুলেছেন নাড্ডা। তাঁর অভিযোগ, একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ককে মজবুত রাখতেই বাংলার মানুষকে সংশোধিত নাগরিকত্ব নিয়ে ভুল বোঝাচ্ছেন তৃণমূল নেত্রী। যা আগামী দিনের জন্য ভয়ঙ্কর।