লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট চলছে । সকাল থেকেই বুথে বুথে ভিড় ভোটারদের । সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিলেন কঙ্গনা রানাউত । হিমাচল প্রদেশের মান্ডি লোকসভার একটি বুথে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন বিজেপি প্রার্থী তথা বলি অভিনেত্রী । ভোট দেওয়ার পর বিজেপি অফিসে পুজোও দেন কঙ্গনা ।
ভোটদানের সময় হালকা গেরুয়া রঙের শাড়িতে দেখা গিয়েছে কঙ্গনাকে । অভিনেত্রীর মাথায় ছিল হিমাচলী টুপি । অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন সেখানকার মানুষরা । তাঁদের সঙ্গে কথা বলেন, সেলফিও তোলেন কঙ্গনা । তারপর সাধারণ ভোটারদের সঙ্গে দীর্ঘক্ষণ লাইন দিয়ে বুথে ঢোকেন তিনি । ভোট দিয়ে বেরিয়ে কঙ্গনা সকলকে ভোটদানের জন্য অনুরোধ জানান ।
ভোট দেওয়ার পর মান্ডির বিজেপি পার্টি অফিসে পুজোও দেন কঙ্গনা । মন্ত্রোচ্চারণ, আরতির মধ্যে দিয়ে গনেশ পুজো করেন তিনি । সঙ্গে ছিলেন দলের কর্মীরাও । উল্লেখ্য, প্রথমবার রাজনীতিতে যোগ দিয়েই ভোট ময়দানে লড়ছেন কঙ্গনা রানাউত । মান্ডি লোকসভা কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন তিনি ।