অষ্টাদশ লোকসভা নির্বাচন ফল ঘোষণা হয়ে গিয়েছে । বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার, জনসংযোগ, প্রতিশ্রুতি...অবশেষে সামনে এল জনগণের রায় । তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে এনডিএ । ভোটের ফল বলছে, এনডিএ ২৯৩টি, ইন্ডিয়া জোট ২৩৪টি এবং অন্যরা ১৬টি আসন পেয়েছে । যদিও, এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি । মোট ২৪০টি আসন বিজেপির ঝুলিতে । সংসদের বৈঠকে ফের এনডিএ-এর নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী । তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি ।
বাংলায় অবশ্য সবুজ ঝড়ে ফিকে হয়েছে গেরুয়া । ৪২ আসনের মধ্যে ২৯টি আসন জিতেছে তৃণমূল । ১২টি আসন বিজেপির ঝুলিতে আর কংগ্রেস পেয়েছে একটি আসন । যদিও উত্তরে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল । তুলনামূলক দক্ষিণবঙ্গে দারুণ ফল করেছে রাজ্যের শাসকদল । সরকার গঠন হলেই সাংসদ হিসাবে নতুন যাত্রা শুরু করবেন বিভিন্ন দলের জয়ী প্রার্থীরা । কিন্তু জানেন কি, একজন সাংসদের কাজ কী, সাংসদ হতে গেলে কী যোগ্যতা প্রয়োজন বা মাসে কত বেতন পান তাঁরা, সুবিধাই বা কী কী, একনজরে দেখে নেওয়া যাক
যোগ্যতা ও বয়স
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে । লোকসভার ক্ষেত্রে বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে । অতিরিক্ত যোগ্যতা সংসদ দ্বারা আইন দ্বারা নির্ধারিত হতে পারে।
সাংসদের ক্ষমতা ও কাজ
সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন ও সংশোধন করা
নির্বাচিত এলাকার সমস্যার কথা সংসদে তুলে ধরা
সরকারের নীতি ও কাজ নিয়ে আলোচনা ও সমালোচনা করা
প্রস্তাবিত আইনের উপর ভোট দেওয়া ইত্যাদি
সাংসদদের সুবিধা
বেতন
মাসিক বেতন প্রায় ১ লাখ টাকা । বেসিক পে হল ৫০ হাজার টাকা । এছাড়া, সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য আবার আলাদা ভাতা দেওয়া হয় । যার পরিমাণ দৈনিক ২ হাজার টাকা ।
প্রতি পাঁচ বছর অন্তর ভাত ও বেতন বৃদ্ধি করা হয় ।
নির্বাচনী ভাতা
একজন সাংসদের নির্বাচনী ভাতা প্রতি মাসে ৭০ হাজার টাকা ।
টেলিফোন
সাংসদকে তাঁর দিল্লির বাসভবনে বা দিল্লিতে তাঁর অফিসে টেলিফোন লাগানোর জন্য কোনও চার্জ দিতে হবে না। বছরে ১,৫০,০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে টেলিফোন খরচ দেবে সরকার ।
অফিস খরচ
অফিস চালানোর জন্য প্রতি মাসে ৬০ হাজার টাকা করে খরচ দেওয়া হয় একজন সাংসদকে । তার মধ্যে যুক্ত থাকে অফিস স্টেশনারির খরচও ।
আবাসন
দিল্লিতে বিনামূল্য়ে সরকারি বাসভবন সাংসদদের জন্য বরাদ্দ থাকে । অনেকে বাংলো পান, অনেকে আবার ফ্ল্যাট । লাইসেন্স-ফি ছাড়া বিনামূল্যে হস্টেলও পাওয়া যায় । কে কোন আবাসন পাবেন তা ঠিক করে একটি সাব কমিটি । জল ও বিদ্যুত বিলেও বিশেষ ছাড় বা সুবিধা রয়েছে ।
যাতায়াতের খরচ
সাংসদ হিসেবে দায়িত্ব পালনের জন্য বা অধিবেশনে যাতায়াতের জন্য খরচ দেওয়া হয় সরকারের তরফে ।
সড়কপথে যাতায়াতের জন্য প্রতি কিলোমিটারে ১৬ টাকা দেওয়া হয় । এছাড়া, রেলের ক্ষেত্রে এক্সিকিউটিভ ক্লাস বা ফার্স্ট ক্লাস এসি টিকিট মেলে । প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক বিমানের টিকিট পাওয়া যায় । এছাড়া, সাংসদের স্বামী বা স্ত্রীও অথবা তাঁর কোনও সঙ্গীও যাতায়াতের সুবিধা পান ।
স্বাস্থ্য সুবিধা
নিজের এবং পরিবারের জন্য বিনামূল্যে যাবতীয় চিকিৎসা পরিষেবা পান । প্রাক্তন সাংসদদের জন্যও একই সুবিধা থাকে
পেনশন
অবসরপ্রাপ্ত এমপিরা পেনশনের সুবিধা পান । ন্যূনতম পেনশন ২৫ হাজার টাকা (২০১৮ থেকে এখনও পর্যন্ত)
পাঁচ বছরের বেশি সাবস্ক্রিপশনের জন্য অতিরিক্ত পেনশন প্রতি বছর ২০০০ টাকা