কলকাতা হাই কোর্টে স্বস্তি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না। নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ১৪ জুন পর্যন্ত বিজেপি প্রার্থী ও অন্য মামলাকারী প্রশান্ত দাসকে তদন্তের স্বার্থে ডাকা যাবে না। ১২ জুন মামলার পরবর্তী শুনানি।
আদালতের তরফে জানানো হয়, নির্বাচনী বিধি জারি থাকাকালীন কোনও প্রার্থীকে কোনও ভাবে বিরক্ত করা যাবে না। আদালতের তরফে জানানো হয়, নির্বাচনী বিধি জারি থাকাকালীন কোনও প্রার্থীকে বিরক্ত করা যাবে না। তমলুকের সিজেএম জানিয়েছে, যে সব অভিযোগ তুলে FIR দায়ের করা হয়েছে, সেই অভিযোগের সত্যতা খুঁজে দেখা উচিত ছিল। দুই পক্ষকে নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে হবে বলেও জানিয়েছে আদালত।
গত ৪ মে শনিবার তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দেন। বর্ণাঢ্য পদযাত্রাও বেরোয়। ওই পদযাত্রায় ছিলেন শুভেন্দু অধিকারীও। হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছনোর পরই ধুন্ধুমার বাধে। চাকরিহারাদের অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে।