আগেই মুখপাত্র পদ হারিয়েছিলেন। এবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে অপসারিত করল তৃণমূল কংগ্রেস। কুণালের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের নীতির বিরুদ্ধে গিয়ে সম্প্রতি কথা বলেছিলেন তিনি। বুধবার মে দিবসের দিনে উত্তর কলকাতার এক অনুষ্ঠানে গিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছিলেন কুণাল। যদিও রাজনৈতিক মহলের দাবি, সম্প্রতি দেবের বিরুদ্ধে মুখ খোলায় পদ হারাতে কুণালকে।
এদিন নিজেদের বিবৃতিতে তৃণমূল কংগ্রেস পরিস্কার জানিয়েছে, সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক কথা বলেছেন, যার সঙ্গে তৃণমূলের মতামতের কোনও মিল নেই। তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, কুণাল ঘোষ যা বলেছেন, সবটাই তাঁর ব্যক্তিগত মতামত। এর পাশাপাশি জানানো হয়েছে, এবার থেকে সদর দফতর থেকে তৃণমূল যে বিবৃতি পেশ করবে, সেটাই সরকারি বিবৃতি হিসাবে ধরতে হবে।
সম্প্রতি মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়ানোর জন্য ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে ফের মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। তৃণমূলের প্রাক্তন সাংসদ অভিযোগ করেছিলেন, মিঠুনের পাশে দাঁড়িয়ে চৈতন্য সাজতে চাইছেন অনেকেই। এই ঘটনার পরেই বুধবার উত্তর কলকাতার এক অনুষ্ঠানে বিজেপি প্রার্থী তাপস রায়ের পাশে দেখা যায় কুণাল ঘোষকে। যেখানে তাপস রায়কে প্রকৃত প্রার্থী হিসাবে দাবি করেন কুণাল ঘোষ।