ISF এর সঙ্গে দর কষাকষি শেষ। আর বিলম্ব নয়, শুক্রবার আরও ৫ কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। ডায়মন্ড হারবারে ISF চমক দিতে না পারলেও, চমক দিল সিপিএম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এই কেন্দ্রে লড়বেন সিপিএমের যুব নেতা প্রতীক উর রহমান। বসিরহাট থেকে লড়বেন নিরাপদ সর্দার, ব্যারাকপুরের প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। বারাসত থেকে ফরোয়ার্ড ব্লকের হয়ে লড়বেন প্রবীর ঘোষ, ঘটালে দুই তারকা প্রার্থী দেব হিরণের বিরুদ্ধে CPI এর প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়।
সন্দেশখালির ঘটনার পরে, গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। সন্দেশখালি পরবর্তী সময় থেকেই তাঁকেই লোকসভায় প্রার্থী করার ব্যাপারে সহমত হয় সিপিএম সহ বাম শরিকরা। সেই মতো বসিরহাটে রেখা পাত্র, হাজি নুরুলদের বিরুদ্ধে হারানো জমির জন্য লড়বেন নিরাপদ।
রাজনৈতিক মহলের মতে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে অবশ্য সাহস দেখিয়েছেন বাম নেতারা। SFI এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক উর রহমানকে প্রার্থী করে দক্ষিণ চব্বিশ পরগণার হারানো বাম ভোটকেই ফিরে পেতে মরিয়া আলিমুদ্দিন।
Loksabha Election 2024 : ভোট প্রচারে বিক্ষোভের মুখে মহুয়া, মেজাজ হারানোর অভিযোগ
দীর্ঘ দিন ধরেই অভিযোগ নতুন মুখের কোনও খোঁজ নেই বামফ্রন্টে, কিন্তু চার দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে সেই অভিযোগ কার্যত উড়িয়ে দেওয়া হল। সৃজন, দীপ্সিতাদের পাশাপাশি এবার ভোট ময়দানে প্রতীক উর-ও। ফলে বামেরা যে শুধু পক্ককেশী তা আর বলার জায়গা দিলেন না সেলিম, সূর্যকান্তরা।