দুই দফায় ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা। সূত্রের খবর আজ শনিবার আরও এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্লকের নেতারা। আর সেই তালিকায় থাকতে পারে একাধিক চমক। শোনা যাচ্ছে, রায়গঞ্জ থেকে সিপিএমের সম্ভাব্য প্রার্থী মহম্মদ সেলিম, ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করা হতে পারে এসএফআই প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক উর রহমানকে।
তবে রাজনৈতিক মহলের দাবি, পুরুলিয়া সহ বেশ কিছু আসন নিয়ে দড়ি টানাটানি হতে পারে। কারণ , রাজ্যে জোট হবে কী না তা এখনও নিশ্চিত নয়। বাম-কংগ্রেসকে এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন ISF-এর বিধায়ক নওশাদ। কিন্তু তাঁদের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে মালদা উত্তর, এবং শ্রীরামপুরের নাম। যেখানে যথাক্রমে কংগ্রেস এবং সিপিএম উভয়ই প্রার্থী দিয়েছে।
উল্টো দিকে , পুরুলিয়ায় বাম শরিক ফরোয়ার্ড ব্লক তাদের দাবি ছাড়বে কীনা তা নিয়ে আগ্রহ রাজনৈতিক মহলের। কারণ রাজ্যে যে ৮টি কেন্দ্রে কংগ্রেস প্রাথমিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে তাতে রয়েছে পুরুলিয়া। প্রার্থী করা হয়েছে নেপাল মাহাতোকে। অতএব, শনিবার বামেরা কত আসনে প্রার্থী ঘোষণা করবে সেটার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।