সাত দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। ফল ঘোষণা হতেই রাজ্যের ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলার মোট ৪২ টি আসনে লড়াই হয়েছে। যার মধ্যে তৃণমূলের ঝুলিতে ২৯টি আসন। বিজেপির দখলে ১২ আর একটি আসনে জিতেছে কংগ্রেস। এরমধ্যে ১৫ জনই রয়েছে নতুন মুখ। কারা তাঁরা? রইল তালিকা।
জগদীশ চন্দ্র বাসুনিয়া
২০১৯ সালে কোচবিহার লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। ফলে চলতি লোকসভায় এই আসন ফিরিয়ে আনতে তৃণমূলের ভরসা ছিল নতুন মুখ জগদীশ চন্দ্র বাসুনিয়ার উপর। দিনের শেষে এই কেন্দ্র থেকে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
শর্মিলা সরকার
২০১৯ সালেও বর্ধমান পূর্ব থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। চার বছর পর এই আসনে ভোটে দাঁড়িয়েছিলেন আরও এক নতুন মুখ শর্মিলা ঠাকুর। দলের মুখ রেখেছেন তিনি। বিজেপির অসীম সরকারকে ১ লাখ ৬০ হাজার ৩৫০ ভোটে হারিয়ে তৃণমূলের হয়ে সাংসদে যাচ্ছেন তিনি।
সৌমেন্দু অধিকারী
লোকসভা ভোটের আর এক নতুন মুখ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর ভাই বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। চলতি বার প্রথম বার লোকসভা ভোটের লড়াইয়ে নেমেছেন সৌমেন্দু। দিনের শেষে ২৩ হাজারের বেশি ভোটে ম্যাচ জিতেছেন তিনি।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বিজেপির প্রার্থী তালিকায় আরও এক নতুন মুখ কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি লোকসভায় বিজেপির হয়ে তমলুক কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদে যাবেন তিনি।
বাপি হালদার
মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ বাপি হালদার। শেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের থেকে প্রায় ৫০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি ৷ ফলে বোঝাই যাচ্ছে নতুন মুখ হলেও দুর্দান্ত লড়াই করেছেন বাপি হালদার।
সায়নী ঘোষ
শুরু থেকেই রাজনীতি নিয়ে বেশ সিরিয়াস অভিনেত্রী সায়নী ঘোষ। বিধানসভায় জিততে পারেননি। কিন্তু মাটি কামড়ে পড়ে ছিলেন। অবশেষে লোকসভা ভোটে তাঁকে ভরসা করেছে তৃণমূল কংগ্রেস। যাদবপুর থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। চলতি লোকসভা ভোটে নতুন মুখ হিসেবে জয় এসেছে তাঁর ঝুলিতে।
জুন মালিয়া
দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরের প্রার্থী করেছিল বিজেপি। আর তাঁর বিরুদ্ধে তৃণমূল ভরসা রেখেছিল দলের নতুন মুখ জুন মালিয়ার উপর। অগ্নিমিত্রাকে হারিয়ে সাংসদে যাচ্ছেন জুনও।
ইউসুফ পাঠান
বঙ্গ রাজনীতির ছবিটাই বদলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নতুন মুখ ইউসুফ পাঠান। ঘাসফুল শিবিরের হয়ে বহরপুরের টিকিট দেওয়া হয়েছিল প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারকে। লড়াই সহজ ছিল না। কিন্তু বাজিমাত করেছেন তিনি। প্রতিপক্ষ পাঁচ বারের সাংসদ অধীর রায়চৌধুরিকে প্রায় ৮০ হাজার ভোটে হারিয়ে সাংসদের টিকিট পাকা করেছেন পাঠান।
রচনা বন্দ্যোপাধ্যায়
পোড় খাওয়া বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে তৃণমূলের তুরুপের তাস ছিল রচনা বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ হলেও দাপটের সঙ্গে লড়াই করে নতুন সাংসদ হিসেবে সপথ নিতে চলেছেন বাংলার 'দিদি নম্বর ওয়ান' রচনা।
মিতালী বাগ
তৃণমূলের আরও এক নয়া প্রার্থী মিতালি বাগ। আরামবাগ কেন্দ্রের লোকসভা ভোটের এই প্রার্থী বিপুল ভোটে জয় পেয়েভছেন।
মনোজ টিগ্গা
বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা চলতি লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে ভোটে দাঁড়িয়েছেন। এই প্রথমবার লোকসভা ভোটে জিতে সাংসদে যাচ্ছেন তিনি।
কার্তিক চন্দ্র পাল
রায়গঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় এসেছে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের ঝুলিতে। এই লোকসভায় তিনিও নতুন মুখ।
ইশা খান চৌধুরী
রাজ্যের একমাত্র জয়ী কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। গোটা রাজ্যে মাত্র একটি আসন পেয়েছে কংগ্রেস। আর সেই আসন এসেছে লোকসভা ভোটের নতুন প্রার্থী ইশা খান চৌধুরীর হাত ধরে।
পার্থ ভৌমিক
লড়াইটা সহজ ছিল না। তাঁর প্রতিপক্ষ ছিল দুঁদে রাজনৈতিক নেতা তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। যদিও প্রতিপক্ষ আঁচ ফোঁটাতে পারেনি অর্জুন সিংকে ৫৮ হাজার ৮৬০ ভোটে পিছনে ফেললেন তিনি।
অরুপ চক্রবর্তী
২০১৪ সালে বাঁকুড়ায় প্রথম ঘাসফুল ফোটে। পাঁচ বছর পর ফুলবদল হয়। চলতি লোকসভা ভোটে নতুন মুখ অরুপ চক্রবর্তীর হাত ধরেই ফের জোড়াফুল ফুটল এই কেন্দ্রে।