শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার আগে আজ, মঙ্গলবার বঙ্গে ফের প্রচারে ঝড় ওঠার ইঙ্গিত। কারণ, উত্তরবঙ্গে জোড়া জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইদিনে জোড়া সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই প্রথম লোকসভার প্রচারে অনুব্রত মণ্ডলহীন বীরভূমে জনসভা করবেন তৃণমূল নেত্রী। এছাড়াও তাঁর জনসভা রয়েছে পূর্ব বর্ধমানে।
বিজেপি সূত্রে খবর, রায়গঞ্জের করণদিঘিতে কার্তিক পালের সমর্থনে সভা করবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় সভা রয়েছে মালদহ দক্ষিণের ইংলিশবাজারে । সেখানে শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সভা করবেন তিনি।
এছাড়া দিনভর জনসভা রয়েছে বঙ্গের একাধিক জায়গায়। প্রথমে নকশালবাড়িতে জনসভা করে মালদহের বৈষ্ণবনগরে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে শিলিগুড়িতে জনসভা করবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।