শেষ মুহূর্তে দার্জিলিঙে বাতিল হয়ে গেল অমিত শাহের সভা । খারাপ আবহাওয়ার কারণে লেবংয়ে নামতে পারেনি শাহের কপ্টার । ফলে, শেষপর্যন্ত সভায় পৌঁছতে পারেননি তিনি । দার্জিলিঙে পৌঁছতে না পেরে ফোন থেকেই বার্তা দিয়েছেন শাহ । সেই বার্তা দার্জিলিংবাসীর কাছে পৌঁছে দেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ।
ফোনে দার্জিলিঙবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অমিত শাহ । তিনি বলেন, "দার্জিলিং-এ পৌঁছতে না পারার জন্য দুঃখিত।" সেইসঙ্গে গোর্খাদের উদ্দেশেও বার্তা দেন তিনি । শাহ বলেন, 'গোর্খাদের মতো বলিদান এই দেশের জন্য আর কেউ দেয়নি। আমি আমাদের গোর্খা পরিবারকে বলতে চাই, আপনাদের ন্যায়ের লড়াইয়ে আমরা আপনাদের সঙ্গে আছি।' একইসঙ্গে তাঁর বার্তা, 'পাহাড়ে শান্তি ফেরাতে পারে শুধু বিজেপি। আপনারা রাজুকে ভোট দিয়ে দ্বিতীয় বারের জন্য সাংসদ নির্বাচিত করুন ।'