গরু পাচার মামলায় গত দেড় বছরের বেশি সময় ধরে তিহাড় জেলে বন্দী অনুব্রত মণ্ডল । তাঁর গড় বীরভূমে চতুর্থ দফাতেই ভোট মিটেছে । প্রথমবার নির্বাচন থেকে বহু দূরে থাকলেও জেল থেকে সব খবরই রাখছেন অনুব্রত মণ্ডল । এমনকী, লোকসভার শেষ দফায় জেল থেকেই বার্তাও দিয়েছেন অনুব্রত । ভোটের পরই তিনি ফিরবেন, সেই বিষয়ে একেবারে নিশ্চিত অনুব্রত । শুধু তাই নয়, দলের অন্দরে বিদ্রোহের যে আভাস পেয়েছেন কেষ্ট, জেল থেকে বেরিয়েই তা কড়া হাতে দমন করবেন বলে জানিয়েছেন অনুব্রত ।
তিহাড়ে অনুব্রত-র সঙ্গে দেখা করতে যান তাঁর অনুগামীরা । তাঁদেরই মারফৎ জেলার রাজনীতি, সংগঠনের খবর রাখেন অনুব্রত । তিনি জানতে পেরেছেন, অনুব্রত মণ্ডল নামটা জেলা থেকে মুছে দিতে চাইছেন অনেকে । সেই বিষয়ে জেলার কর্মীদের প্রতি অনুব্রতর বার্তা 'আমায় ফিরতে দে, তারপর যা বলার বলব।'
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই প্রথম কোনও লোকসভা নির্বাচনে সম্পূর্ণ জেলার বাইরে আছেন অনুব্রত মণ্ডল। জেলে বন্দী থাকলেও দল তাঁর উপর আস্থা রেখেছে । প্রচারে এসে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টর প্রশংসা করেছিলেন । বারবার এও স্বীকার করেছেন, যতদিন কেষ্ট ছিল, বীরভূমের দিকে তাকাতে হয়নি তাঁকে । মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছিলেন, ভোট মেটার পরই জেল থেকে ছাড়া পাবেন কেষ্ট । সেই বিষয়ে আত্মবিশ্বাসী অনুব্রতও ।