Loksabha Election 2024 : বাংলার আরও এক আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হাইভোল্টেজ কাঁথি থেকে লড়বেন কে ?

Updated : Apr 21, 2024 07:45
|
Editorji News Desk

কাঁথিতে প্রার্থী ঘোষণা কংগ্রেসের । লোকসভার এই আসনে হাত প্রতীকে লড়বেন ঊর্বশী ভট্টাচার্য । শনিবার সন্ধ্যায় এআইসিসি-র তরফে তালিকা প্রকাশ করে ওড়িশার তিন আসন-সহ বাংলাতে আরও একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে । রাজ্যে এই নিয়ে মোট ১৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস । আরও ২-৩টি আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে দল ।

ঊর্বশী ভট্টাচার্য

 বাংলার ৪২ আসনের মধ্যে অন্যতম হাইভোল্টেজ আসন হল কাঁথি । দীর্ঘদিন এই কেন্দ্রে সাংসদ ছিলেন শিশির অধিকারী । এবার এই আসনে বিজেপির টিকিটে লড়বেন তাঁর কনিষ্ঠ পুত্র তথা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী । অধিকারী গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল টিকিট দিয়েছে পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে । সেই লড়াইয়ে এবার সামিল হলেন মহিলা কংগ্রেসের নেত্রী ঊর্বশী ভট্টাচার্য । পেশায় তিনি আইনজীবী । রাজনীতিতে পরিচিত মুখ না হলেও প্রায় এক দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত তিনি ।

এদিকে, কংগ্রেস পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রার্থী ঘোষণা করলেও, পশ্চিম মেদিনীপুরে ঘাটালে কংগ্রেসের ভাগ্য ঝুলে । এই আসনে প্রার্থী হিসাবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু, প্রার্থীর নাম ঘোষণা করার পরই জেলা কংগ্রেস বিক্ষোভ দেখাতে শুরু করে । তাই ওই আসনে প্রার্থীপদ স্থগিত করে দেওয়া হয়েছে আপাতত । উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে কাঁথিতে। ত্রিমুখী লড়াইয়ে ওই আসনে শেষ হাসি কে হাসে, তা জানা যাবে ৪ জুন ।

Loksabha Election 2024

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM