রাজ্যে ৪২টি আসনে ৫৫টি কেন্দ্রে চলছে গণনা। প্রাথমিক ট্রেন্ডে পোস্টাল ব্যালটের গণনায় তুমুল লড়াই তৃণমূল ও বিজেপির। এরই মধ্যে গণনাকে কেন্দ্র করে ব্যারাকপুরে অশান্তি হয়েছে। গণনাকেন্দ্রের বাইরে অশান্তি হয়েছে বহরমপুরেও।
রাজ্যে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে এগিয়ে ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং। এগিয়ে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। এগিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেব। এগিয়ে ডায়মন্ডহারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।