বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। হুড খোলা জিপে রোড শো করে এদিন মনোনয়ন জমা দিতে যান দেব । তার আগে মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তৃণমূল প্রার্থীর । কিন্তু, দেব গেলেন রক্তদান শিবিরে । রক্তদান করলেন । সেইসঙ্গে প্রবল গরম থেকে বাঁচতে দিলেন দাওয়াই আর প্রতিশ্রুতি । ঘাটালজুড়ে বৃক্ষরোপনের প্রতিশ্রুতিও দিয়েছেন । দেবের কথায়,'যত ভোট, তত গাছ'।
প্রবল গরমে রক্ত-সংকটের সমস্যা দেখা দেয় । আর সেকথা ভেবেই এদিন রক্তদান করেন দেব । তাঁর কথায়,'মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি। কিন্তু ব্লাড ব্যাঙ্কের পরিস্থিতি খারাপ । প্রচুর রক্তর প্রয়োজন রয়েছে । প্রতিদিন রক্তর প্রয়োজন রয়েছে। মানুষ সেবাই পরম ধর্ম। রক্ত ঝরাবেন না, রক্তদান করুন। '
চলতি বছর রেকর্ড গরম পড়েছে । আর এর থেকে বাঁচতে গাছ লাগানোটাই একমাত্র সমাধান বলে মনে করছেন দেব । সেইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, যত ভোট পাবেন, সেই পরিমাণই গাছ লাগাবেন । দেব বলেন,'গত কয়েক বছরে এত গরম পড়েনি এপ্রিল মাসে। তাই আমি উদ্যোগ নিয়েছি। এই ঘাটাল কেন্দ্রে আমি যত ভোট পাব ততগুলো গাছ লাগাবো।' ইতিমধ্যেই নাকি ২ লাখ গাছ অর্ডারও দিয়ে ফেলেছেন দেব ।
ঘাটালে ভোট রয়েছে ২৫ মে, ষষ্ঠ দফায় । ঘাটাল কেন্দ্র থেকে দেবকে তৃতীয়বার প্রার্থী করেছে তৃণমূল । গত কয়েকদিন ধরে ঘাটালেই পড়ে রয়েছেন তিনি । একেবারে ঘরের ছেলের মতো দেখা গিয়েছে তাঁকে । কখনও চায়ের চুমুকে সাধারণ মানুষের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে আবার সবার সঙ্গে বসে পাত পেড়ে খেয়েছেন । এতটুকু মনে হয়নি যে তিনি টলিউডের সুপারস্টার । ঘাটালে এবার তাঁর প্রতিদ্বন্দ্বি বিজেপির হিরণ চট্টোপাধ্যায় । কিন্তু, বড় মার্জিন নিয়ে ভোটে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী দেব ।