Loksabha Election 2024 : বাংলার ৫৫ কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তায় ভোটগণনা, মোতায়েন ৯২ কোম্পানি বাহিনী

Updated : Jun 03, 2024 09:20
|
Editorji News Desk

অষ্টাদশ লোকসভা ভোট পর্ব মিটেছে সাত দফায় । মঙ্গলবার গণনা । প্রত্যেকবারের মতো দেশজুড়ে গণনাকেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে । বাংলাতেও একই ছবি । ৪ জুন বাংলার ৪২টি কেন্দ্রের ৫০৭ প্রার্থীর ভাগ্যপরীক্ষা । নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৫৫টি কেন্দ্রে ভোট গণনা করা হবে । গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ।

কমিশন সূত্রে খবর, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার প্রথম স্তরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা । জানা গিয়েছে, মোট  ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে । এছাড়া নিরাপত্তার দ্বিতীয় ও তৃতীয় স্তরে থাকছে যথাক্রমে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা । 

কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে তিন লক্ষেরও বেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন । আগে পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে । তারপর খোলা হবে ইভিএম । কমিশন জানিয়েছে, সর্বোচ্চ ২৩ রাউন্ড ভোটগণনা হতে পারে। আর সবচেয়ে কম হয় ৯ রাউন্ড।  

উল্লেখ্য়, গণনার আগের দিনই সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন । এদিন দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করবে তারা । এই প্রথম প্রথা ভেঙে গণনার আগেই সাংবাদিক বৈঠক করবে কমিশন ।

Loksabha Election 2024

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM