মঙ্গলবার, ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ । তার আগের দিন অর্থাৎ আজ, সোমবার সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন । বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, এদিন দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করবে তারা । এই প্রথম প্রথা ভেঙে গণনার আগেই সাংবাদিক বৈঠক করবে কমিশন ।
২০১৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত, ভোটের প্রত্যেক দফার পরে সাংবাদিক বৈঠক করত নির্বাচন কমিশন । এছাড়া ফলপ্রকাশের পরেই প্রেস কনফারেন্স ডাকা হয় । কিন্তু, ২০২৪ সালের নির্বাচনে কমিশনের তরফে প্রত্যেক দফার পরে কোনও সাংবাদিক বৈঠক করা হয়নি । এমনকী, এবার প্রথম গণনার আগের দিনই বৈঠক ডাকলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার । সেক্ষেত্রে ফলপ্রকাশের আগের দিন কী বার্তা দেওয়া হয় কমিশনের তরফে, সেদিকেই নজর থাকবে ।
শনিবার, ১ জুন শেষ হয় অষ্টাদশ লোকসভা নির্বাচন । ফলপ্রকাশ ৪ জুন । যদিও বাংলার দুই কেন্দ্র বারাসত ও মথুরাপুরের একটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন । সোমবারই রয়েছে রি পোল ।