Loksabha Electin 2024 : শনিবার রাজ্যের ৮ কেন্দ্রে নির্বাচন, ভোট ষষ্ঠীতে নজরে কোন কোন হেভিওয়েট, দেখে নিন

Updated : May 24, 2024 15:16
|
Editorji News Desk

লোকসভা নির্বাচন প্রায় শেষের পথে । সাত দফার মধ্যে বাকি আর দুই । ২৫ মে, শনিবার ভোট ষষ্ঠী । দেশজুড়ে ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে ভোটগ্রহণ । বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি ও জম্মু-কাশ্মীরের মানুষরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন । অন্যদিকে,ভোট ষষ্ঠীতে নজরে থাকবে রাজ্যের একাধিক কেন্দ্র । তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর । এই ৮ হাইভোল্টেজ কেন্দ্রে লড়বেন হেভিওয়েট প্রার্থীরাও । তাঁদের মধ্যে রয়েছেন দেব, হিরণ থেকে জুন, অগ্নিমিত্রা পালরা । শনিবার রাজ্যের কোন কেন্দ্রে কোন হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা, একনজরে দেখে নেওয়া যাক ।

৮ কেন্দ্রের মধ্যে প্রথমেই নজর থাকবে ঘাটালের দিকে । তৃণমূলের টিকিটে তৃতীয়বার এই কেন্দ্র থেকে লড়ছেন দেব । অথচ, এবারের নির্বাচনে দলের হয়ে ভোটে দেব লড়বেন কি না তা নিয়ে প্রথম থেকেই জল্পনা চলছিল । ঘাটালের তিন সরকারি পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দেবকে নিয়ে যাবতীয় জল্পনার সূত্রপাত হয় । ঘাটাল থেকে প্রার্থী না হওয়ার ইঙ্গিতও দিচ্ছিলেন গত দুইবারের সাংসদ । তারপর মমতা ও অভিষেকের সঙ্গে দেবের বৈঠক, তারকা প্রার্থীকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রীর আস্থাবাণী...সব জল্পনার অবসান ঘটায় । তৃণমূলের ব্রিগেড মঞ্চ থেকে ঘাটালের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় দেবের নাম ।

এদিকে, দেবের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস হিরণ চট্টোপাধ্যায় । ২০২১ বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে জিতেছিলেন হিরণ । এবার লোকসভাতেও তাঁর উপর আস্থা রেখেছে দল । প্রচারে নেমে প্রথম থেকেই দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন হিরণ । গরু চোর বলে কটাক্ষ করেছেন । সম্প্রতি, সেই ইস্যুতে দেব ও হিরণের মধ্যে শুরু হয় টুইট যুদ্ধও । সব মিলিয়ে লড়াইটা যে জোরদার হতে চলেছে, তা বলাই বাহুল্য ।

তমলুক

রাজ্য রাজনীতির অন্যতম আগ্রহের কেন্দ্র তমলুক লোকসভা। দীর্ঘ সময় ধরে অধিকারী পরিবারের দখলে রয়েছে এই কেন্দ্র । গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে এই কেন্দ্র থেকে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী । তবে, এবার দিব্যেন্দু বিজেপিতে । তাঁর পরিবর্তে তমলুক থেকে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন অভিজিৎ । তবে, এবার বিচারব্যবস্থা ছেড়ে বিজেপির হাত ধরে সোজা রাজনীতির ময়দানে প্রাক্তন বিচারপতি । 

অভিজিতের বিরুদ্ধে তৃণমূলের যুব সৈনিক দেবাংশু ভট্টাচার্য । বাংলা রাজনীতিতে দেবাংশু জনপ্রিয় মুখ । প্রথমবার ভোট ময়দানে তৃণমূল নেতা । জোরকদমে প্রচার সেরেছেন । তবে, রাজনৈতিক মহল মনে করছে অধিকারী গড়ে দেবাংশুর লড়াইটা বেশ কঠিন । এছাড়া এই কেন্দ্রে নজরে থাকবেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও । তবে, শেষ হাসি কে হাসবে, তা জানা যাবে ৪ জুন । 

মেদিনীপুর

২০১৯-এর লোকসভা ভোটে মেদিনীপুর বিজেপির দখলে এনেছিলেন দিলীপ ঘোষ । তবে, এবার ওই কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেয়নি দল । ২০২৪ লোকসভা নির্বাচনে মেদিনীপুরের দায়িত্ব অগ্নিমিত্রা পলের কাঁধে । সেক্ষেত্রে, মেদিনীপুর বিজেপির ঘাঁটি আরও শক্ত করা, অগ্নিমিত্রার কাছে আরও বড় চ্যালেঞ্জ । তাঁর বিরুদ্ধে তৃণমূলের টিকিটে লড়ছেন তারকা প্রার্থী জুন মালিয়া । ষষ্ঠ দফা নির্বাচনে আরেক হেভিওয়েট প্রার্থী জুন কিন্তু বিধায়কও । একটা সময়ে ডিজ়াইনার অগ্নিমিত্রার শো-স্টপার ছিলেন জুন। অথচ রাজনীতির ময়দানে তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী । কার শ হিট হয়, কার ফ্লপ, তা জানা যাবে ৪ জুন ।

কাঁথি

কাঁথিও ষষ্ঠ দফার হাইভোল্টেজ কেন্দ্র । এখান থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন উত্তম বারিক । তাঁর মূল প্রতিদ্বন্দ্বী সৌমেন্দু অধিকারী । কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর লোকসভা নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা নেই । তবে, জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী ।

বিষ্ণপুর

বিষ্ণুপুরে এবার সৌমিত্র বনাম সুজাতা । প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াই । ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলে যোগ দেন সুজাতা মণ্ডল । দলবদলের পরই সৌমিত্র-র সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরে । তৃণমূলে যোগ দিয়েই দুইবার ভোটে লড়ার অভিজ্ঞতা হয়েছে সুজাতার । তবে, লোকসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েছেন । অন্যদিকে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের দুই বারের সাংসদ । সুজাতা কি বিষ্ণুপুরে ঘাসফুল ফোটাতে পারবে ? উত্তর মিলবে ৪ জুন ।

বাঁকুড়া

লোকসভা ভোটে বাঁকুড়া থেকে দ্বিতীয়বারের জন্য লড়ছেন সুভাষ সরকার । গত লোকসভায় এই আসন থেকে জিতে সাংসদ হয়েছিলেন । তাঁরই বিরুদ্ধে তৃণমলের তুরুপের তাস বর্ষীয়ান রাজনীতিবিদ অরূপ চক্রবর্তী । লোকসভা ভোটে রাজ্যের বাকি ৮ কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র কিন্তু বাঁকুড়া, তা বলা যেতে পারে ।

Loksabha Election 2024

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM