হুগলি লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার ভোট ময়দানে লড়ছেন লকেট চট্টোপাধ্যায় । এবার তাঁর কঠিন প্রতিপক্ষ 'দিদি নং ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায় । প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না লকেট । প্রচারে বেরিয়ে কখনও রান্না করছেন, কখনও খাবার পরিবেশন করছেন । এবার লোকাল ট্রেনে চড়ে প্রচার করলেন লকেট । আবার বাজারে গিয়ে সবজিও কিনলেন । ইদের সকালে এভাবেই জনসংযোগ সারলেন বিজেপি নেত্রী ।
ইদের দিন সকাল সকাল কর্মীদের সঙ্গে প্রচার শুরু করেন লকেট চট্টোপাধ্যায় । রাস্তায় রাস্তায় ঘুরে প্রচারের পর, তিনি স্টেশনে যান । তারপরই একটি লোকাল ট্রেনে উঠে পড়েন । মানুষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন । হাত মেলান । এদিন, বাজার থেকে সবজি কিনতেও দেখা যায় তাঁকে । বাজারের ব্যাগে ভরে নিলেন উচ্ছে, লঙ্কা আরও অনেক কিছু ।
পঞ্চম দফা অর্থাৎ ২০ মে নির্বাচন রয়েছে হুগলিতে । হুগলি কেন্দ্রে লড়াই এবার কঠিন বলাই চলে । একদিকে তৃণমূলের জনপ্রিয় তারকা মুখ রচনা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে দুই বারের সাংসদ লকেট । লড়াইয়ে রয়েছেন বাম প্রার্থী মনোদীপ ঘোষ । রচনা ও লকেটের পাশাপাশি প্রচারে ঝড় তুলেছেন তিনিও ।