উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই সভা থেকেই কলকাতায় প্রচার শুরু তৃণমূল নেত্রীর । সভা শুরুর আগে কামারহাটি পৌরসভা থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী । তারপর ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে জনসভা করেন । আর এই সভার মঞ্চ থেকেই কুণাল ঘোষের উপস্থিতিতেই সুদীপকে অভয়বাণী দিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে । উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতা উত্তর । সুদীপের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে দলের একাংশের নেতা-কর্মীদের । তাঁদের মধ্যে রয়েছেন কুণাল ঘোষও । এদিন কুণালের উপস্থিতিতে সুদীপকে পাশে নিয়ে কী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
তৃণমূল নেত্রী একেবারে বক্তৃতার শেষে বলেন, "বৃষ্টি হলেও কিন্তু ভোট দেবেন। ঝড় হলেও দেবেন। ভয় দেখালেও দেবেন। সুদীপদা বন্দ্যোপাধ্যায়কে বলুন আপনি কেন চিন্তা করছেন! কিছু লোক আছে। কেউ তো কিছু বলবে। বলে যাক। যার যা ইচ্ছে বলে যাক। আপনার যা ইচ্ছা তা করে যান। তাহলেই দেখবেন ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সব কো সুমতি দে ভগবান।"
তৃণমূলে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তাপস রায়ও । বিজেপিতে যোগ দেওয়ার পর সেই তাপসকেই আবার সুদীপের বিরুদ্ধেই দাঁড় করিয়েছে বিজেপি । উত্তর কলকাতার জনসভা থেকে এদিন নাম না করে তাপস রায়কেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।