বালুরঘাটের সভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবারই শুভেন্দু বলেছিলেন, রাজনৈতিক বিস্ফোরণ হবে । এবার তারই জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নাম না করে মমতা বলেন,'বোমা আমরা ফাটাব তোমাদের বিরুদ্ধে'।
এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বলে বোমা ফাটাব। একটা কালিপটকা ফাটিয়ে দেখো। বোমা তোমাদের বিরুদ্ধে ফাটাব। কালো টাকা কোথায় গেল? গদ্দার জবাব দাও।' শুভেন্দুকে খোঁচা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, 'টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়েদেয়ে এখন বিজেপিতে গিয়েছে'। এদিন দূরদর্শন ইস্যুতে মোদীকেও বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
কী বলেছিলেন শুভেন্দু ?
তিনি বলেন, "অপেক্ষা করুন। আজকে শনিবার, কালকে রবিবার। পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে, তৃণমূল সামলাতে পারবে না। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে বিরোধী দলনেতা। সমঝদারো কে লিয়ে ইসারাই কাফি হ্যায়।" এদিন তারই জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।