Loksabha Election 2024 : পাঁচ বছরের মধ্যেই অতীত বসিরহাট, ফের সাধারণ ভোটার নুসরত

Updated : Jun 01, 2024 23:28
|
Editorji News Desk

লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট দিলেন নুসরত জাহান । দক্ষিণ কলকাতার একটি বুথে ভোট দেন অভিনেত্রী তথা বসিরহাটের বিদায়ী সাংসদ । সাধারণ ভোটারদের সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন নুসরত জাহান । অন্যদিকে, নিজের কেন্দ্রে প্রথমবার ভোট দিয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র ।

শনিবার একটু বেলার দিকেই দক্ষিণ কলকাতার একটি বুথে পৌঁছন নুসরত । পরনে প্রিন্টেড সালোয়ার, চোখে রোদচশমা । ভোট দিয়ে বেরিয়ে নুসরত জানান, ভোট দেওয়া প্রত্যেকের কর্তব্য । সকলকে ভোট দেওয়ার আবেদনও করেন তিনি । সেইসঙ্গে জানান, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে । উল্লেখ্য, বসিরহাট কেন্দ্র থেকে গত বছর লোকসভা ভোটের প্রার্থী হয়েছিলেন তিনি । তবে, এবার আর তাঁকে টিকিট দেয়নি তৃণমূল ।      

নিজের কেন্দ্রে প্রথম ভোট দিয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বামনগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিলেন তিনি । 

Loksabha Election 2024

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM