কাকদ্বীপের সভা থেকে ফের তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বাংলায় একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে তৃণমূল ।উন্নয়নের জন্য মোদী যা করে, তাতে বাধা দেওয়াই তৃণমূলের একমাত্র অস্ত্র । এমনটাই অভিযোগ প্রধানমন্ত্রীর ।
কাকদ্বীপের জনসভায় মোদী বলেন,"তৃণমূল এবং ইন্ডিয়া জোট বাংলাকে উলটো পথে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালোবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা খেপে গিয়েছে। কী সব বলে। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র 'এটা হতে দেবে না'। বিকাশের জন্য মোদি যা করে, তৃণমূল বলে সেটা হতে দেবে না। "
নরেন্দ্র মোদীর আরও অভিযোগ, 'কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের এত যোজনা চালাচ্ছে। কত টাকা দিয়েছি। কিন্তু তৃণমূল সেই সব যোজনা হতে দেয়নি। তৃণমূলের মানুষের জন্য কোনও সহানুভূতি নেই। শুধু ওদের তোলাবাজ এবং কাটমানি নিয়েই যত ভাবনা।'