ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় । শুক্রবার সকাল সকাল বেঙ্গালুরুর ডলার কলোনির বুথে ক্যাজুয়াল লুকে দেখা গেল এই ক্রিকেট আইকনকে । ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে । সেইসঙ্গে প্রত্যেককে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দ্রাবিড় বলেন,'আমি এবার বেঙ্গালুরুতে আরও বেশি ভোটারের প্রত্যাশা করছি । প্রথমবারের মতো অনেকেই ভোট দিচ্ছে । আশা করব প্রত্যেকেই ভোটাধিকার প্রয়োগ করবে । '
দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট । এদিন, ১৩টি রাজ্যে মোট ৮৮ আসনে ভোটগ্রহণ । এই দফায় মোট ১২০৬ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। তাঁদের মধ্যে রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা, হেমা মালিনী-সহ এক ঝাঁক হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন ।