গত পাঁচ বছরে প্রায় ৫ কোটি সম্পত্তি বেড়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর । বুধবার ওয়েনাড় থেকে মনোয়নপত্র জমা দেওয়ার পর রাহুল গান্ধীর সম্পত্তি সংক্রান্ত এমনই তথ্য প্রকাশ্যে এল । জানা গিয়েছে, কংগ্রেস নেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি । গত লোকসভা ভোটে যার পরিমাণ ছিল ১৫ কোটি । সুতরাং প্রায় ৫ কোটি বেড়েছে সম্পত্তি । শেয়ার মার্কেট থেকে মিউচুয়াল ফান্ডেও কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন রাহুল ।
রাহুলের দেওয়া তথ্য অনুযায়ী, কংগ্রেস প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১১.১৪ কোটি টাকা । অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯.২৪ কোটি । সব মিলিয়ে ২০ কোটির সম্পত্তি । অস্থাবর সম্পত্তির মধ্যে মধ্যে স্টকে বিনিয়োগ করা হয়েছে ৪.৩ কোটি, মিউচুয়্যাল ফান্ডে ৩.৮১ কোটি । গোল্ড বন্ডও রয়েছে প্রায় ১৫.২ লাখ টাকার ।
জানা গিয়েছে, রাহুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৬ লাখ ২৫ হাজার ১৫৭ টাকা । হাতে রয়েছে নগদ ৫৫ হাজার । গয়না রয়েছে ৪.২ লাখ টাকার । ন্যাশনাল সেভিং স্কিম, পোস্টাল সেভিং স্কিম-সহ একাধিক সরকারি প্রকল্পে ৬১.৫২ লক্ষ টাকা রেখেছেন রাহুল । অন্যদিকে, রাহুলের কাঁধে ঋণের বোঝা প্রায় ৫০ লাখের কাছাকাছি । রাহুলের তথ্য অনুযায়ী, ৪৯.৭ লক্ষ টাকা ধার রয়েছে ।
রাহুলের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে আয়ের পরিমাণ ১,০২,৭৮,৬৮০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে ১,৩১,০৪,৯৭০ টাকা । ২০২০-২১ অর্থবর্ষে আয় ১,২৯,৩১,১১০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে ১,২১,৫৪,৪৭০ টাকা আয় হয়েছিল । ২০১৮-১৯ অর্থবর্ষে রাহুলের আয়ের পরিমাণ ছিল ১,২০,৩৭,৭০০ টাকা।