২০১৪, ২০১৯-এ ফুলমার্কস পাওয়া রাজপুতদের রাজ্যও এবার বড় ধাক্কা বিজেপির । ২০২৪ লোকসভা ভোটে রাজস্থানে একধাক্কায় প্রায় ১১টি আসন হারিয়েছে গেরুয়া শিবির । এনডিএ-তে যে আস্থা হারাচ্ছেন রাজস্থানবাসী, তার আঁচ ২০২৩ বিধানসভা ভোটের পরই পেয়েছিলেন মোদী-শাহরা । তাইতো সেখানে বারবার ছুটে গিয়েছেন । প্রচার করেছেন । কিন্তু, শেষপর্যন্ত কোনও কিছুই কাজে আসল না । সেখানে রাজস্থানে একসময় শূন্যে থাকা কংগ্রেস অপ্রত্যাশিত ফল করেছে ।
গত দুই লোকসভা ভোটে ২৫টি আসনই জিতেছিল এনডিএ । শূন্য ছিল কংগ্রেস । তবে, এবার রাজস্থানে বিজেপি পেয়েছে ১৪ আসন । খাতা খুলেছে শূন্যে থাকা কংগ্রেস ।কংগ্রেসের হাতে এসেছে ৮টি আসন । যা অপ্রত্যাশিত বলে মনে করছে রাজনৈতিক মহল ।
কেন এই উলটপুরাণ
রাজনৈতিক মহল বলছে, রাজপুতদের রাজ্যে জাঠেরা শক্তিশালী। আর তাঁদের কেন্দ্র বিরোধী মনোভাবেই ব্যাকফুটে মোদী সরকার । জাঠেদের প্রিয় নেত্রী বসুন্ধরা রাজে শিন্ডে । কিন্তু, তাঁকে সরিয়ে দেওয়াই কাল হয়েছে বিজেপির । বসুন্ধরা পর্বের পরেই জাঠেরা বিজেপি বিরোধী হয়ে ওঠেন ।